islamic university kushtia kamil result dekhar niyom -কামিল রেজাল্ট দেখার নিয়ম-
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল,কামিল রেজাল্ট দেখার নিয়ম--
আসসালামু আলাইকুম বন্ধুরা , আজ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল এর 2022, 2021 ,2020,2019 সহ সকল বর্ষের রেজাল্ট এবং combined তথা সমন্বিত রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে সহজে বিস্তারিত আলোচনা করবো ।
islamic arabic university kamil result 2022 ও সকল বর্ষের রেজাল্ট দেখার পদ্ধতি-
1. এখানে প্রথমেই আছে class তার উপর ক্লিক করে আমরা ক্লাস তথা কামিল বা অনার্সতা সিলেক্ট করে দিবো ।
2.এরপর রয়েছে এক্সামিনেশন ইয়ার ,এখানে আমরা যে সালে পরীক্ষা দিয়েছি সে সালটা সিলেক্ট করে দিবো, অর্থাৎ এডমিট কার্ডে উল্লেখিত সাল টা সিলেক্ট করে দিবো।
3.এরপরে রয়েছে ইয়ার ,এখানে আমরা যে ইয়ারের রেজাল্ট টা দেখতে চাই তা সিলেক্ট করে দিবো ,
আমরা কামিল সিলেক্ট করি তাহলে কামিল যে বর্ষের রেজাল্ট দেখবো তা সিলেক্ট করে দিব, ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার ।
4.এর পরে আমরা আমাদের এডমিট কার্ড এ উল্লেখিত রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবো।
5. এর পরের রয়েছে captcha উপরে আমরা কিছু সংখ্যা দেখতে পারছি যেখানে একটি সংখ্যা প্লাস আরেকটি সংখ্যা এবং একটা প্রশ্ন বোধক চিহ্ন রয়েছে 5+7=?
আমরা ওই সংখ্যা দুটো যোগ করে যোগফল টা captcha এর ঘরে বসিয়ে দিবো ।
6.শেষে আমরা রেজাল্ট বাটন টাতে ক্লিক করবো এবং আমরা আমাদের কাঙ্খিত islamic arabic university esult পেয়ে যাব ।
Islamic Arabic university kamil- Retake/Improvement এর ফলাফল দেখার পদ্ধতি-
http://result.iau.edu.bd/result_improvement আমরা এই লিংকে প্রবেশ করার পরে পূর্বের মতো একটি
Webpage দেখতে পাব এবং পূর্বের দেখানো নিয়ম অনুযায়ী তা পূরণ করলেই আমরা রিটেক ও ইমপ্রুভমেন্ট এব রেজাল্ট দেখতে পারবো ।
Combind greade Sheet কামিল সমন্বিত রেজাল্ট দেখার পদ্ধতি-
কামিল CGPA বা ফাজিল কামিল এর চূড়ান্ত রেজাল্ট দেখার জন্য http://result.iau.edu.bd/academic_result এই লিংকে প্রবেশ করে,পূর্বে দেখানো পদ্ধতি অনুসারে webpage টা পুরণ করে কামিল এর সমন্বিত রেজাল্ট দেখতে পারবেন ।
আরো পড়ুন--
শেষকথা -- বন্ধুরা আমরা এই website এ বিভিন্ন Educational তথ্য পাবলিশ করে থাকি,আপনাদের যে কোন তথ্যের জন্য আমাদের সাথে (comment +contact form) এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা তথ্যটি দেওয়ার চেষ্টা করব।
⚠ DISCLAIMER ⚠
False and incorrect information is not published in this website.


0 Comments